সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তিন সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। প্রথম দিনেই (মঙ্গলবার) পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ডেভিড ওয়ার্নার ও ম্যাট রেনশো। আজ সেঞ্চুরি করলেন পিটার হ্যান্ডসকম। এই তিন ব্যাটসম্যানের সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৩৮ রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া।
প্রথম দিন শেষে রোনশো ১৬৭ এবং হ্যান্ডসকম ৪০ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনে আজ ১৭ রান যোগ করে ব্যক্তিগত ১৮৪ রানে ইমরান খানের বলে বোল্ড হয়েছেন রেনশো।
তার সঙ্গে ব্যাট করতে নেমে আজ হ্যান্ডসকম ৪৩ রান যোগ করে ১১০ রানে ওয়াহাব রিয়াজের বলে আউট হয়ে মাঠ ছাড়েন। কার্টরাইট করেছেন ৩৭ রান। গতকালের দলীয় ৩৬৫ রানের পর আজ নিজেকের স্কোরবোর্ডে ১৭৩ রান যোগ করে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন ওয়াহাব রিয়াজ। দুটি করে উইকেট নিয়েছেন ইমরান খান ও আজাহার আলী। একটি উইকেট নিয়েছেন ইয়াসির শাহ।