দুর্বল ইংরেজির বিড়ম্বনা!

দুর্বল ইংরেজির বিড়ম্বনা!

তরুণ নাট্য-নির্মাতা মারুফ আহমেদ নির্মাণ করেছেন নাটক ‘আইএলটিএইচ?’। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাসান মাসুদ, ইরফান সাজ্জাদ, নাদিয়া নদী, যাহের আলভী, আবির মির্জা, ড্যানি প্রমুখ।

নগরীর উত্তরা ও গুলশানের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে গেল সপ্তাহে।

নাটকের গল্পে দেখা যাবে, দুই ভাই ঢাকায় আসেন চাকরি খুঁজতে। শিক্ষিত হলেও তারা ইংরেজিতে দুর্বল থাকেন। সেকারণে বিভিন্নভাবে হেনস্তার শিকার হয়। দেখা যাবে, ইংরেজিতে দুর্বলতার কারণে টু-লেট লেখাকে টয়লেট ভেবে অপরিচিত বাড়িতে ঢুকে পড়ে।

এরপর ঘটতে থাকে মজার ঘটনা। আবার ইংরেজিতে দুবর্লতা কাটিয়ে উঠতে তারা একটি কোর্সে ভর্তি হয়। এরপর গল্পে রয়েছে আরো নানা হাস্যকর ব্যাপার।

নাটকের নাম আইএলটিএইচ কেন? নির্মাতা মারুফ বলেন, ‘নাম হতে পারতো ‘আইইএলএস’। কিন্তু গল্পের প্রয়োজনে রাখা হয়েছে ‘আইইএলটিএইচ’? আর এটা বিস্তারিত জানতে হলে অবশ্যই নাটকটি দেখতে হবে। তবে কথা দিচ্ছি, নাটকটি দেখলে দর্শকরা ভরপুর বিনোদন পাবেন।’

সেজান নূরের রচনায় আইইএলটিএইচ? নাটকটি প্রযোজনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ওএসসিএল। নির্মাতা মারুফ বললেন, শিগগির এই নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

বিনোদন