চীনের একটি সরকারি কার্যালয়ে হামলার ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। বুধবার পশ্চিমাঞ্চলীয় স্বায়ত্তশাসিত শিনজিয়াং এলাকায় বেশ কয়েকজন হামলাকারী একটি গাড়ি চালিয়ে একটি সরকারি ভবনে ঢুকে পড়ে।
সরকারি কার্যালয়ে প্রবেশের পর বিস্ফোরণ ঘটিয়ে একজনকে হত্যা করে হামলাকারীরা। সেসময় হামলাকারীদের ওপর গুলি চালায় পুলিশ। এতে ঘটনাস্থলেই চার হামলাকারী নিহত হয়। এক বিবৃতিতে শিনজিয়াংয়ের আঞ্চলিক সরকার এ তথ্য নিশ্চিত করেছে।
সম্পদে সমৃদ্ধ শিনজিয়াংয়ে মুসলিম উইঘুর এবং চীনের সংখ্যাগরিষ্ঠ হান সম্প্রদায়ের মধ্যে সহিংসতার ঘটনায় চলতি বছর কয়েকশ মানুষ নিহত হয়েছে।
ওই এলাকায় অস্থিরতার জন্য ইসলামি জঙ্গি সংগঠনগুলোকে দায়ি করছে কর্তৃপক্ষ। কিন্তু মানবাধিকার গোষ্ঠীগুলো এমন পরিস্থিতির জন্য উইঘুরদের ধর্ম ও সংস্কৃতির ওপর সরকারের নিয়ন্ত্রণ আরোপকে দায়ি করেছে। কিন্তু ওই এলাকায় কোনো নিপীড়ন চালানোর কথা পুরোপুরি অস্বীকার করছে চীন।