কুমিল্লা বোর্ডে জেএসসিতে পাসের হার কমেছে

কুমিল্লা বোর্ডে জেএসসিতে পাসের হার কমেছে

কুমিল্লা শিক্ষাবোর্ডে এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় গড় পাসের হার ৮৯.৬৮। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেলেও পাসের হার, জিপিএ-৫ ও শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে।

এ বোর্ডে ছেলেদের গড় পাসের হার ৯০.৬৬ এবং মেয়েদের ৮৮.৯৭ শতাংশ।

বোর্ড সূত্রে জানা যায়, এবছর ২ লাখ ৫৮ হাজার ১৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ লাখ ৩১ হাজার ৫২৮ জন। এর মধ্যে ছেলে ৯৮ হাজার ৬৬৮ জন এবং মেয়ে পরীক্ষার্থী ১ লাখ ৩২ হাজার ৮৬০ জন।

এদিকে গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী বাড়লেও কমেছে জিপিএ-৫ ও পাসের হার। গত বছর ২ লাখ ৪১ হাজার ৫৪১ জনের মধ্যে পাস করেছিল ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জন। গত বছর পাসের হারও ছিল ৯২.৫১ শতাংশ।

এছাড়া গত বছর জিপিএ-৫ লাভ করেছিল ২০ জাহার ৭৪৭ জন এবং এ বছর জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ১৮৬ জন। গত বছর ৪৪৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ পাস করলেও এ বছর শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৩৪৮টি।

বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জাগো নিউজকে এসব তথ্য জানান।

জেলা সংবাদ