অভিজিৎ স্মরণে ‘মুক্তচিন্তা স্তম্ভের’ নির্মাণ কাজের উদ্বোধন আজ

অভিজিৎ স্মরণে ‘মুক্তচিন্তা স্তম্ভের’ নির্মাণ কাজের উদ্বোধন আজ

ব্লগার, বিজ্ঞানলেখক অভিজিৎ রায়ের স্মৃতিকে অম্লান করে রাখতে অভিজিৎ চত্বরে নির্মিত হতে যাচ্ছে ‘মুক্তচিন্তা স্তম্ভ’ নামে স্মারক ভাস্কর্য। আজ (বৃহস্পতিবার) দুপুর ১২টায় ভাস্কর্যটির নির্মাণ কাজের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষক, বুদ্ধিজীবীসহ দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গত বছর ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বাড়ি ফেরার পথে বইমেলা প্রাঙ্গনের অদূরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে খুনিদের অতর্কিত হামলার শিকার হন প্রগতিশীল লেখক অভিজিৎ রায় এবং তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। ঘটনাস্থলেই প্রাণ হারান অভিজিৎ, গুরুতর আহত হন বন্যা।

টিএসসির কাছে যে স্থানটিতে আততায়ীর আঘাতে লেখক অভিজিৎ রায়ের কলমকে স্তব্ধ করে দেয়া হয়, সেই অভিজিৎ চত্বরেই তার স্মৃতি এবং মতপ্রকাশের অধিকারের সাক্ষ্য হয়ে থাকবে ‘মুক্তচিন্তা স্তম্ভ’।

বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির অদূরে অভিজিৎ চত্বরে ‘মুক্তচিন্তা স্তম্ভের’ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে সর্বস্তরের জনগণকে বিনীত আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ