চলতি ইংরেজি বছরের শেষ দিনে থার্টি ফার্স্টের রাতে ৮টার মধ্যে রাজধানীবাসীকে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই অনুরোধ জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেন, এবার ৩১ ডিসেম্বর রাতে দশ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। সাদা পোশাকেও থাকবেন নিরাপত্তার বাহিনীর সদস্যরা।
ডিএমপি কমিশনার বলেন, ওইদিন সন্ধ্যা ৬টার পর গুলশান এলাকায় প্রবেশের দুটি পয়েন্ট থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যার পর শিক্ষার্থী ও শিক্ষক ছাড়া কাউকে ঢুকতে দেয়া হবে না। পরিচয়পত্র দেখাতে হবে।
বিস্তারিত আসছে…