অবশেষে কলম্বিয়ার সিনেটে অনুমোদন পেলো ফার্ক শান্তি চুক্তি। এর আগে গত মাসে বিদ্রোহী ফার্ক গোষ্ঠীর সঙ্গে সরকারের একটি শান্তি চুক্তি গণভোটে বাতিল হয়ে যায়। খবর বিবিসির।
প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সন্তোস জানিয়েছেন, সংশোধিত চুক্তিটি আগের চুক্তির তুলনায় অনেক বেশি শক্তিশালী। বিরোধীদের দাবি মেনে নিয়ে নতুন চুক্তিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
তবে সাবেক প্রেসিডেন্ট আলভারো উড়িবে বলেছেন, সংশোধিত চুক্তি এখনো ফার্ক নেতাদের প্রতি নমনীয় রেখেই তৈরি হয়েছে।
সংশোধিত চুক্তিটি এখন অনুমোদনের জন্য হাউস অব কংগ্রেসের নিম্নকক্ষে পাঠানো হবে।
প্রায় পাঁচ দশকের গৃহযুদ্ধে দেশটিতে ২ লাখ ৬০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আরো কয়েক লাখ মানুষ বাস্তুহারা হয়েছে।
চার বছর ধরে ফার্ক গোষ্ঠী এবং সরকারের মধ্যে শান্তিচুক্তি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। অবশেষে এ বছরের শুরুতে কিউবার রাজধানী হাভানায় শান্তিচুক্তির বিষয়ে একমত হয় দু’পক্ষ।
শান্তিচুক্তি অনুমোদনের আগে কলম্বিয়ার মেডেলিন শহরে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।