ভারতে জেল থেকে পালানো আসামী গ্রেফতার

ভারতে জেল থেকে পালানো আসামী গ্রেফতার

22ভারতের পাঞ্জাব রাজ্যের নাভা কেন্দ্রীয় কারাগারে হামলা চালিয়ে খালিস্তান লিবারেশন ফোর্সের (কেএলএফ) প্রধানসহ ছয় বন্দিকে নিয়ে পালিয়ে যায় সশস্ত্র ১০ জনের একটি দল। রোববার ভোরে পুলিশের পোশাকধারী ওই অস্ত্রধারীরা কারাগারে হামলা চালিয়ে বন্দিদের নিয়ে পালিয়ে যায়। খবর অল ইন্ডিয়ার।

এ ঘটনা ঘটার ২৪ ঘণ্টার মধ্যেই কেএলএফের জঙ্গি নেতা হরমিন্দর সিং মিন্টুকে দিল্লি-হরিয়ানার সীমানা থেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ফিল্মি কায়দায় ওই ৬ বন্দিকে নিয়ে পালানোর পর পাঞ্জাব ও হরিয়ানাসহ পার্শ্ববর্তী রাজ্যগুলোতে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়। দিল্লি পুলিশকেও সতর্ক থাকতে বলা হয়।

রোববার রাতভর তল্লাশি-অভিযান চালানোর পর সোমবার সকালে ওই জঙ্গিকে দিল্লি-হরিয়ানার সীমানা থেকে গ্রেফতার করা হয়। তবে বাকি বন্দিদের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, হরমিন্দর খালিস্তান আন্দোলনকে আবারো চাঙ্গা করার চেষ্টা করছিল। ইসলামিক স্টেটের জঙ্গিদের সঙ্গেও তার যোগাযোগ ছিল বলে ধারণা করছে পুলিশ।

আন্তর্জাতিক