ফেইসবুকের মেসেঞ্জার অ্যাপে ছড়িয়ে পড়ছে ‘লকি র্যানসমওয়্যার’ নামে এক ভয়ংকর ম্যালওয়্যার। এসভিজি (স্ক্যালাবল ভেক্টর গ্রাফিকস) ফরম্যাটের ইমেজ ফাইলের ছদ্মাবরণে এক ব্যবহারকারী থেকে অন্য ব্যবহারকারীর ডিভাইসে ছড়িয়ে পড়ছে এটি।
মেসেঞ্জারে ম্যালওয়্যারটি শনাক্ত করেছেন গবেষক বার্ট ব্লেজ। তার মতে, মেসেঞ্জারে ‘লকি র্যাব নসমওয়্যার’ ম্যালওয়্যারযুক্ত এসভিজি ফরম্যাটের ইমেজ ফাইলে ক্লিক করলেই ব্যবহারকারী নিজের অজান্তেই ইউটিউবের আদলে তৈরি অপরিচিত সাইটে প্রবেশ করতে বাধ্য হয়।
তিনি আরো জানান, সাইটটিতে ভিডিও দেখার প্রলোভনে ব্যবহারকারীদের ‘কোডেক’ নামের ফাইল ডাউনলোড করতে বলা হয়। একবার এতে সম্মত হলেই ডিভাইসে নজরদারি করার পাশাপাশি ব্যবহারকারীদের ইন্টারনেট ব্রাউজিংয়ের বিস্তারিত তথ্য হাতিয়ে নেয় সাইবার অপরাধীরা।
শুধু তা-ই নয়, ব্যবহারকারীদের অজান্তেই তাদের পরিচিত মেসেঞ্জার ব্যবহারকারীদের কাছে এসভিজি ইমেজ ফাইলটি পাঠাতে থাকে। ফলে দ্রুত মেসেঞ্জারে ছড়িয়ে পড়ছে ম্যালওয়্যারটি। সূত্র : ইন্টারনেট।