শীর্ষে ফিরলো চেলসি

শীর্ষে ফিরলো চেলসি

11গত মৌসুমটা বাজেভাবেই কেটেছিল চেলসির। এবারের শুরুর দিকটাও ভালো ছিল না। তবে সম্প্রতি দারুণ খেলছে অ্যান্টোনিও কন্তের দল। শনিবার রাতে টটেনহ্যামকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে ফিরেছে ব্লুজরা।

১৩ ম্যাচ শেষে চেলসির ঝুলিতে জমা পড়েছে ৩১ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচ খেলে সমান ৩০ নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আর্সেনাল। আর ১৩ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট সংগ্রাহক টটেনহ্যামের অবস্থান পঞ্চম।

স্টামফোর্ড ব্রিজে (ঘরের মাঠ) শুরুটা অবশ্য ভালো ছিল না চেলসির। ম্যাচের ১১ মিনিট গড়াতেই একটি গোল হজম করে বসে তারা। এ সময় টটেনহ্যামের হয়ে চেলসির জাল কাঁপান ক্রিশ্চিয়ান এরিকসন (০-১)।

পিছিয়ে পড়া চেলসিকে সমতায় ফেরান পেদ্রো রদ্রিগেজ। ম্যাচের ৪৫ মিনিটে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ এই ফরোয়ার্ড (১-১)। আর চেলসির পক্ষে জয়সূচক গোলটি করেন ভিক্টোর মোসেস। খেলার ৫১ মিনিটে টটেনহামের জাল খুঁজে পান তিনি।

অপর ম্যাচে বার্নলিকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আর সান্ডারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে লিভারপুল।

খেলাধূলা