চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মৌখিক পরীক্ষা দিতে আসা এক ভর্তিচ্ছু শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। অপহৃত ওই শিক্ষার্থীর নাম জনি মং মারমা। সে কলা ও মানব বিদ্যা অনুষদের অধীনে বি ইউনিটের কোটার মৌখিক পরীক্ষা দিতে এসেছিল বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. সেকান্দর চৌধুরী জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার বি২-৮ ইউনিটের কোটার ভাইভা চলাকালীন দুপুর ১২টার দিকে কিছু শিক্ষার্থী তাকে লেকচার গ্যালারি থেকে তুলে নিয়ে যায়। বিষয়টি জানার পর আমরা আজকের কোটার ফলাফল স্থগিত করেছি।
তিনি আরো বলেন, বিষয়টি আমি প্রক্টোরিয়াল বডির সদস্যদের অবহিত করেছি। তাছাড়া ওই শিক্ষার্থীর কাগজপত্র তার সহপাঠীরা জমা দিয়ে গেছে। উদ্ধারের পর তার মৌখিক পরীক্ষা পুনরায় নেয়া হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হেলাল উদ্দিন চৌধুরী জাগো নিউজকে বলেন, অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশকে জানানো হয়েছে। তাকে উদ্ধারে অভিযান চলছে।