সাঙ্গাকারার প্রথম হাফ সেঞ্চুরি

সাঙ্গাকারার প্রথম হাফ সেঞ্চুরি

38গত আসরের সেরা ব্যাটসম্যান ছিলেন শ্রীলঙ্কান জীবন্ত কিংবদন্তী কুমার সাঙ্গাকারা। ওই আসরেই ঢাকা ডায়নামাইটসের হয়ে করেছিলেন ৩৪৯ রান। অথচ চলতি আসরে যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন এ কিংবদন্তী। তবে সোমবার দেখা পেয়েছেন চলতি আসরে প্রথম হাফ সেঞ্চুরির।

রাজশাহী কিংসের বিপক্ষে ৬৬ রানের অনবদ্য এক ইনিংস খেলেন তিনি। এদিন চট্টগ্রামের জহুর আহেমদ চৌধুরী স্টেডিয়ামে ফরহাদ রেজার বলে বাউন্ডারি হাঁকিয়ে হাফ সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান। ৩৮ বল মোকাবেলা করে ৪টি চার ও ২টি ছক্কায় তিনি হাফ সেঞ্চুরি স্পর্শ করেন। শেষ পর্যন্ত ফরহাদ রেজার বলে আবুল হাসানের তালুবন্দী হওয়ার আগে ৪৬ বলে ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৬৬ রান করেন তিনি।

চলতি আসরে সর্বশেষ ৬ ম্যাচে তার রান ছিল মোট ১০০ রান আর সর্বোচ্চ ইনিংস ছিল ৩০ রানের। মিরপুরে বরিশাল বুলসের বিপক্ষে এই রান করেছিলেন তিনি। তবে বিপিএলে এখন পর্যন্ত সাঙ্গাকারার সর্বোচ্চ ইনিংস ৭৫। গত বছর সিলেট সুপারস্টারর্সের বিপক্ষে ৫১ বলে ৯টি চার ও ১টি ছক্কায় এ ইনিংস খেলেছিলেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।

খেলাধূলা