জনগণের আস্থা অর্জনে ব্যর্থ দুদক: চেয়ারম্যান

জনগণের আস্থা অর্জনে ব্যর্থ দুদক: চেয়ারম্যান

21দুর্নীতি দমনে অনেক ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন (দুদক) জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। আজ সোমবার সকালে দুদক কার্যালয়ে ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

দুদক চেয়ারম্যানবলেন,আমরা জনগণের আস্থা অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। হতে পারে অনেক ক্ষেত্রে সকলের প্রত্যাশা পূরণ করতে পারিনি। সামনে আস্থা বাড়িয়ে সকলের প্রত্যাশা পূরণ করব। এ সময় দুর্নীতি প্রতিরোধ করতে সকলের সহযোগিতা চেয়ে ইকবাল মাহমুদ বলেন, আমরা সবক্ষেত্রে ব্যর্থ হয়েছি, এটা সঠিক নয়। কারণ এ সময়ে আমাদের অনেক অর্জন হয়েছে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ছোট, বড় দুর্নীতিবাজ বড় কথা নয়। কারণ, ছোটরাই এক সময়ে বড় দুর্নীতিবাজ হয়ে ওঠে। তাই আমাদের কাজ হবে দুর্নীতিবাজ সকলকে আইনের আওতায় আনা। এর আগে ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সকালে কমিশনের প্রধান কার্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর জাতীয় পতাকা ও কমিশনের পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক কবুতর ও বেলুন ওড়ান দুদক চেযারম্যান।

বাংলাদেশ