ভারত সফরের ১৮ দিন হয়ে গেলেও ইংল্যান্ডের ক্রিকেটাররা ভারতীয় বোর্ডের কাছ থেকে প্রাপ্য দৈনিক ভাতা পাচ্ছেন না। প্রতিদিন ৫০ পাউন্ড (চার হাজার দুই শত রুপী) করে দেওয়ার কথা থাকলেও তা দেয়া হচ্ছে না।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এবং ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডের মধ্যে এখন পর্যন্ত সমঝোতার কোনো চুক্তি স্বাক্ষর হয়নি। প্রথম তিন টেস্টের জন্য সুপ্রিম কোর্ট ৫৮ দশমিক ৬ লাখ রুপী করে বরাদ্দ রাখার অনুমতি দিয়েছে। তবে এর মধ্যে ইংলিশ ক্রিকেটারদের দৈনিক ভাতা অন্তর্ভুক্ত নয়। বিভিন্ন গণমাধ্যমের সূত্র বলছে এ কদিন ধরে, ইংলিশ টিম ম্যানেজমেন্ট থেকে প্রাপ্ত কিছু অর্থ দিয়েই হাতখরচ চালিয়ে নিচ্ছেন ইংলিশ ক্রিকেটাররা।
এ ব্যাপারে বিসিসিআই সচিব অজয় শিকরের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে তিনিই ইসিবির ম্যানেজারের কাছে চিঠি দিয়েছিলেন যে ইংল্যান্ড দলের খরচ বহন করতে পারবে না ভারতীয় ক্রিকেট বোর্ড।