নির্বাচন কমিশন সংবিধান অনুয়াযী গঠিত হবে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। এ সময় ইইউর আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক কমিটির চেয়ার বারন্ড লাঙ্গা উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ইইউর প্রতিনিধি দল আমাদের নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া সম্পের্কে জানতে চায়।’ এর উত্তরে আমরা বলেছি, ‘সংবিধানের বিধান অনুসারে নির্বাচন কমিশন গঠন করা হবে।’
তিনি বলেন, ‘আমাদের অর্থনৈতিক উন্নয়নের অগ্রগতিতে তারা সন্তুষ্টি প্রকাশ করেন। একইসঙ্গে রানাপ্লাজা দুর্ঘটনার পর গামের্ন্ট শিল্পের বিভিন্ন সংস্কারমূলক যেমন শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার, ফায়ার সেপটি, অবকাঠামো উন্নয়নে সন্তুষ্টি প্রকাশ করেন তারা।’