প্রথম পর্ব শেষ দুই বিরতির পর চট্টগ্রামে আবারো শুরু হচ্ছে বিপিএল। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে সৌম্যের রংপুরের বিপক্ষে মাঠে নামবে মুশফিকের বরিশাল। এদিকে শিশিরের কারণে ম্যাচ শুরুর সময়ে কিছুটা পরিবর্তন হয়েছে। চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে পৌনে ৬টায়।
প্রথম দুই ম্যাচে জয়ে পর তৃতীয় ম্যাচে এসে হারের মুখ দেখেছে রংপুর। দলে শাহজাদ, সৌম্য, আফ্রিদির মতো বড়ো নাম থাকলেও মাঠে শাহজাদ ছাড়া আর কেউই বড়ো স্কোর করতে পারেননি। তবে চট্টগ্রামের উইকেট কিছুটা স্পিন সহায়ক বলে আফ্রিদি, আরাফাত সানি, সোহাগ গাজীর মতো অভিজ্ঞ বোলারদের দিকে তাকিয়ে আবারো জয়ের আশা করতেই পারে রংপুর।
এদিকে প্রথম ম্যাচে হারের পর দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে বরিশাল। টানা তিন ম্যাচ জিতে রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে। বিপিএল এর ৪র্থ আসরে এখন পর্যন্ত ১৮৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক বরিশালের নাফীস, ২য় স্থানে আছেন অধিনায়ক মুশফিকুর রহীম, ১৭৪ রান নিয়ে, ম্যালান করেছেন ১৩৩। উত্তুঙ্গ ফর্মে থাকা এই ত্রিফলার সাথে দলে আছেন শামসুর রহমান শুভ, লঙ্কান মুনবীরা। রংপুরের বোলারদের জন্যে এই ম্যাচ তাই চরম পরীক্ষা।
রংপুর রাইডার্সের সম্ভাব্য একাদশ :
সৌম্য সরকার, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম (অধিনায়ক) , শহীদ আফ্রিদি, মুক্তার আলী, রুবেল হোসেন, সোহাগ গাজী, আরাফাত সানি এবং গ্লিসেন।
বরিশাল বুলসের সম্ভাব্য একাদশ :
শাহরিয়ার নাফিস, শামসুর রহমান, আল-আমিন হোসেন, মুশফিকুর রহিম (অধিনায়ক), মেহেদী হাসান, তাইজুল ইসলাম, দিলশান মুনাভিরা, এমরিট, মালন, থিসারা পেরেরা এবং মনির হোসেন।