মান্নার জামিন স্থগিত

মান্নার জামিন স্থগিত

14সেনা বিদ্রোহে উস্কানি দেওয়ার অভিযোগে করা মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে হাইকোর্টের দেয়া জামিন ২৭ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে এ সময়ের মধ্যে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল দায়ের করতে বলা হয়েছে।

সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার  নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। মান্নার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহম্মদ ইদ্রিসুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

গত ১০ অক্টোবর হাইকোর্টের বিচারপতি মোহম্মদ দস্তগীর হোসেন নেতৃত্বাধীন দ্বৈতবেঞ্চ মান্নার জামিন মঞ্জুর করে আদেশ দেন। জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত দুই বছর তিনি এই মামলায় কারাগারে আছেন।

নিউইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অন্য এক ব্যক্তির সঙ্গে মান্নার  ফোনালাপকে কেন্দ্র করে তার বিরুদ্ধে দুইটি মামলা হয়। একটিতে সেনা বিদ্রোহে উস্কানি এবং অন্যটিতে সরকার উত্খাতের চেষ্টার জন্য রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা করা হয়।

আইন আদালত