২০১১ সালের নভেম্বর থেকে জনপ্রিয় ই-কমার্স সাইট অ্যামাজন অ্যাপ বিক্রির সুবিধা চালু করে। কোনো পাসওয়ার্ড ছাড়াই এখান থেকে যে কোনো অ্যাপ কেনা যেত বলে এটি জনপ্রিয় হয়ে ওঠে। আর এই সুযোগ কাজে লাগিয়ে যে কেউ, এমনকি শিশুরা পর্যন্ত যে কোনো অ্যাপ কিনতে পারত।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন বা ‘এফটিসি’ জানিয়েছে এই সুযোগে আট কোটি ৬০ লাখ ডলার হাতিয়ে নিয়েছে অ্যামাজন। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে ২০১৪ সালে অ্যামাজনের বিরুদ্ধে মামলা করে এফটিসি। সেই মামলার রায় হিসেবে অ্যামাজনকে দুই কোটি ৬৫ লাখ ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দেন যুক্তরাষ্ট্রের জেলা জজ জন কফানর। এই অর্থ ২০১৭ সাল থেকে দিতে হবে অ্যামাজনকে। এর পর থেকে কোনো শিশু অ্যাপ কিনতে চাইলে তার মা-বাবাকে জানাতে হবে অ্যামাজনকে। সূত্র : বিবিসি