ওসমানী বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে এসবি

ওসমানী বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে এসবি

34সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব বুঝে নিচ্ছে ঢাকা মহানগর পুলিশের বিশেষ শাখা (এসবি-ইমিগ্রেশন)।

১০ নভেম্বর থেকে এসবি বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পালন করার কথা থাকলেও তারা আজ বৃহস্পতিবার আসতে পারেনি। তবে যেকোনো দিন এসবি সদস্যরা দায়িত্ব বুঝে নেবেন বলে জানা গেছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মুহাম্মদ রহমত উল্লাহ এমন তথ্য নিশ্চিত করে বলেন, এতদিন সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে ছিল সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। পুলিশের ৮০ জন সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করতেন। কিন্তু এখন থেকে সরাসরি ঢাকা থেকে ওসমানী বিমানবন্দরের নিরাপত্তার দেখভাল করবে বলে সিদ্ধান্ত হয়েছে।

আজ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তারা আসতে পারেনি। যেদিন তারা দায়িত্ব নিতে আসবেন সেদিনই এসএমপি পুলিশ ঢাকার এসবি ইমিগ্রেশন শাখাকে এই দায়িত্ব বুঝিয়ে দেবে বলেও জানান তিনি।

বাংলাদেশ