নড়াইলে পারিবারিক কলহের জেরে নাছিমা খাতুন ( ৩২ ) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের পাইকড়া গ্রাম থেকে নাছিমার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় নিহতের স্বামী তাহ্লিম ভূঁইয়া ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।
পুলিশ ও এলাকাবাসীরা জানায়, নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের আউড়িয়া গ্রামের আবির সরদারের মেয়ে নাছিমা খাতুনের সঙ্গে পাইকড়া গ্রামের মৃত আককেল ভূঁইয়ার ছেলে তাহলিমের বিয়ে হয় প্রায় ৪ বছর আগে। পারিবারিক কলহের জের ধরে শ্বশুর বাড়ির লোকজন বৃহস্পতিবার নাছিমাকে পিটিয়ে হত্যা করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখে। পরে সংবাদ পেয়ে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছে।
নড়াইল সদর থানার উপ-পরিদর্শক(এসআই) শেখর চন্দ্র মল্লিক জানান, মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।ঘটনার পর থেকে নিহতের স্বামীসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে বলেও জানান ওসি।