চলতি বছরের সেপ্টেম্বর মাসের চেয়ে অক্টোবর মাসে মূল্যস্ফীতির হার বেড়েছে। অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৭ শতাংশ। সেপ্টেম্বরে যা ছিল ৫.৫৭ শতাংশ। এ মাসে খাদ্য মূল্যস্ফীতির হার বেড়েছে। তবে কমেছে খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতির হার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে।
বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের একনেক সভা শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুসারে, সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল ৫.১০ শতাংশ। অক্টোবরে যার হার দাঁড়িয়েছে ৫.৬৭ শতাংশ।
মুস্তফা কামাল কলেন, সেপ্টেম্বরে দেশে চাল, শাক-সবজি, লবণ, দুধ, তেল ও চিনির দাম বেড়েছে। এজন্য খাদ্য মূল্যস্ফীতির হার বেড়ে গেছে।
তিনি বলেন, শহর ও গ্রামে দুই জায়গাতেই মূল্যস্ফীতি বেড়েছে। কিন্তু তা পয়েন্ট টু পয়েন্টের ভিত্তিতে গত বছরের একই সময়ের চেয়ে কমেছে।
পরিসংখ্যান ব্যুরোর তথ্য থেকে দেখা যায়, সেপ্টেম্বরে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার ছিলো ৭.৪২ শতাংশ। অক্টোবরে তা কমে দাঁড়িয়েছে ৬.৬৩ শতাংশ। এ মাসে আসবাবপত্রের দাম ও পরিবহন ভাড়ায় ব্যয় কমায় খাদ্যবহির্ভূত খাতে ব্যয় কমেছে- জানায় বিবিএস।