যশোরে কেন্দ্রসচিবসহ বরখাস্ত ৩

যশোরে কেন্দ্রসচিবসহ বরখাস্ত ৩

31জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) নকলে সহযোগিতা করার অপরাধে যশোরের চৌগাছায় কেন্দ্রসচিবসহ তিন শিক্ষককে বরখাস্ত এবং অপর এক শিক্ষককে আটক করা হয়েছে।

রোববার পরীক্ষা চলাকালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পারভেজ হাসান এসব শিক্ষকদের বরখাস্ত ও আটকের নির্দেশ দেন।

এ বিষয়ে পারভেজ হাসান সাংবাদিকদের জানিয়েছেন, চৌগাছা ছারা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ব্যাপক নকল হচ্ছে এমন গোপন খবরে তিনি রোববার দুপুরে সেখানে যান। এ সময় তিনি চৌগাছা হাজী সরদার মর্ত্তোজ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক নাজমুল হাসান নান্নুকে নকলসহ হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেন।

একই সময় তিনি সেখানে নকল সরবরাহ করার দায়ে কেন্দ্রসচিব লুৎফুন্নেছা মোয়াজ্জেদা, হাজী সরদার মর্ত্তোজ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম রব্বানী ও মনিরুল ইসলামকে বরখাস্ত করেন।

এ ব্যাপারে জানতে চাইলে যশোর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, তাদের পরীক্ষা সংক্রান্ত কর্তব্য থেকে আজীবনের জন্য অব্যাহতি দেয়া হয়েছে।

চৌগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিউর রহমান বলেন, শিক্ষক নাজমুল হাসানকে আটক করা হয়েছে।

জেলা সংবাদ