মেঘনায় মালবোঝাই ট্রলারডুবিতে কোটি টাকার ক্ষতি

মেঘনায় মালবোঝাই ট্রলারডুবিতে কোটি টাকার ক্ষতি

18নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে মাল ঝোবাই একটি ট্রলার ডুবে গেছে। রোববার সকাল ৭টার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের  কাজীরবাজার নামক স্থানে এমবি আমির ভাণ্ডার নামের ট্রলারটি বিভিন্ন মালামালসহ ডুবে যায়।

স্থানীয়রা জানায়, চট্রগ্রাম থেকে হাতিয়ার উদ্দেশ্যে বিভিন্ন পণ্যসামগ্রী নিয়ে আসা এমবি আমির ভাণ্ডার নামের ট্রলারটি মেঘনা নদীর চরঈশ্বর ইউনিয়নের কাজীরবাজারের নিকট আসা মাত্রই প্রবল স্রোতের কারণে ডুবে যায়। এসময় ট্রলারে থাকা মাঝি-মাল্লাদের আশপাশের লোক গিয়ে উদ্ধার করে। ট্রলারটিতে প্রায় এক কোটি টাকার মালামাল ছিলো।

হাতিয়া থানা পুলিশের ওসি গোলাম ফারুক ঘটানার সত্যতা নিশ্চিত করে জানান, সাগর  উত্তাল থাকার কারণে এ ঘটনা ঘটেছে। এতে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হলেও ট্রলারের মাঝি-মাল্লাদের কোনো ক্ষতি হয়নি। সবাই নিরাপদে রয়েছেন।

জেলা সংবাদ