বঙ্গোপসাগর আরো উত্তাপ, আবহাওয়াবিদদের কঠিন হুঁশিয়ারি

বঙ্গোপসাগর আরো উত্তাপ, আবহাওয়াবিদদের কঠিন হুঁশিয়ারি

68ঢাকা: বঙ্গোপসাগর অবস্থানরত নিম্নচাপটি  আরো উত্তাপ চড়াচ্ছে। গভীর নিম্নচাপ পরিণত হওয়ায় ফলে দেশের চার সমুদ্রবন্দরে সতর্কতা বাড়িয়ে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত জারি করছেন আবহাওয়াবিদগণ।

শনিবার দুপুরে আবহাওয়ার অধিদফতরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পূর্ব-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় (১৮.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭.৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভীর নিম্নচাপটি শনিবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৯৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে৪৯৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত ও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে রোববার সকাল নাগাদ বরিশাল-চট্টগ্রাম

বাংলাদেশ শীর্ষ খবর