১০ হাজার কোটি রুপির উভচর বিমান কিনছে ভারত

১০ হাজার কোটি রুপির উভচর বিমান কিনছে ভারত

34জাপানের কাছে থেকে প্রায় ১০ হাজার কোটি রুপি মূল্যের ১২টি উভচর বিমান (ইউএস-টুআই অ্যাম্ফিবিয়াস এয়ারক্রাফট) কিনছে ভারত।

আগামী ১১ ও ১২ নভেম্বর ‘দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারত্ব সম্মেলনে’ অংশগ্রহণের জন্য জাপানের  টোকিওতে যাচ্ছেন ভারতের  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই বিমান কেনার ব্যাপারে চুক্তি করা হবে।

উভচর ইউএস-টুআই বিমানগুলোতে রয়েছে চারটি টারবো চালিত প্রপেলার। বিমানগুলো মাটি ও পানি থেকে খুব ছোট রানওয়ে ব্যবহার করেই আকাশে উড়তে সক্ষম। সাধারণত অনুসন্ধান ও উদ্ধার কাজের জন্য ব্যবহার করা হলেও, ইউএস-টুআই বিমানগুলো দিয়ে ৩০ জন সৈনিককে জরুরিভাবে যুদ্ধক্ষেত্রে বহন করা যাবে।

প্রাথমিকভাবে বিমানগুলোর দাম ১০ হাজার ৭২০ কোটি রুপি ধরা হলেও পরে তা কমিয়ে ১০ হাজার কোটি রুপি নির্ধারণ করে জাপান।  ধারণা করা হচ্ছে, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য এমন পদক্ষেপ নিয়েছে দেশটি।

দুই দিনব্যাপী দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারত্ব সম্মেলনে নরেন্দ্র মোদি ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে একটি বেসামরিক পারমাণবিক চুক্তিতে স্বাক্ষরসহ বিভিন্ন বিষয়ের ওপরে আলোচনা করবেন। তবে সম্মেলনে আলোচনার শীর্ষে থাকবে  উভচর বিমান কেনার বিষয়টি।

এই মুহূর্তে সাবমেরিন ও হেলিকপ্টারসহ বিভিন্ন যুদ্ধসামগ্রীর বেশ প্রয়োজন রয়েছে ভারতের। তবুও বেশ হাকডাক করেই এই উভচর বিমানগুলো কিনছে তারা।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অঞ্চলে চীনের খবরদারিত্ব নিয়ে উদ্বিগ্ন জাপান ও ভারত । তাই এর জবাব দিতেই জাপান থেকে বিমান কিনতে ভারতের এই উদ্যোগ বলে মনে করছেন বিশ্লেষকরা।

আন্তর্জাতিক