রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

1930রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সোমবার বিকেলে বঙ্গভবনে সাক্ষাৎ করেন তারা।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, সাক্ষাৎকালে প্রধান বিচারপতি বিচার বিভাগের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতি আবদুল হামিদকে অবহিত করেন এবং বিগত বছরের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম বিচার বিভাগীয় সম্মেলনে অংশগ্রহণ করার জন্য রাষ্ট্রপতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সুরেন্দ্র কুমার সিনহা বলেন, সম্মেলনে রাষ্ট্রপতির উপস্থিতি বিচার বিভাগের কর্মকর্তাদের অনুপ্রাণিত করেছে যা বিচার বিভাগের কর্মকাণ্ডে গতিশীলতা আনবে।

রাষ্ট্রপতি হামিদ বলেন, এই ধরনের সম্মেলন বিচার বিভাগীয় কর্মকর্তাদের মধ্যে মতামত বিনিময়ের জন্য সুযোগ সৃষ্টি করে যা তাদের সার্বিক কাজের পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব রাখবে।

প্রতি বছর এই ধরনের সম্মেলন করার জন্য প্রধান বিচারপতিকে পরামর্শ দেন রাষ্ট্রপতি। এসময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ