তুরস্ক উপকূলে ২১ অভিবাসীর মরদেহ উদ্ধার

তুরস্ক উপকূলে ২১ অভিবাসীর মরদেহ উদ্ধার

1473 তুরস্কের ইজিয়ান উপকূলে পৃথক দুটি স্থানে নৌকাডুবে তিন শিশুসহ অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার গ্রিসের লেসবস দ্বীপে যাওয়ার পথে নৌকাডুবে এ হতাহতের ঘটনা ঘটেছে। তুরস্ক কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পৃথক দুটি স্থান থেকে ২১ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে আয়ভালিক জেলার উপকূল অঞ্চল থেকে ১১ এবং দিকিলি জেলা থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ-বাহিনীর সদস্যরা।

দেশটির কোস্টগার্ডের এক কর্মকর্তা বলেন, সাগরে কেউ জীবিত আছে কি না তা তল্লাশি করে দেখা হচ্ছে। এজন্য তিনটি নৌকা ও একটি হেলিকপ্টারে করে সাগর এলাকায় অনুসন্ধান চলছে।

আন্তর্জাতিক শীর্ষ খবর