সততা ও শুদ্ধতা চর্চার প্রশিক্ষণ নিলেন সংসদ কর্মকর্তারা

সততা ও শুদ্ধতা চর্চার প্রশিক্ষণ নিলেন সংসদ কর্মকর্তারা

858সততা ও শুদ্ধতা চর্চার প্রশিক্ষণ নিয়েছেন জাতীয় সংসদের কর্মকর্তারা। এ বিষয়ে মঙ্গলবার জাতীয় সংসদের শপথ কক্ষে “জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন” শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনার উদ্বোধন করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল।

সেমিনারে জাতীয় শুদ্ধাচার কৌশলের পটভূমি ও জাতীয় সংসদ সচিবালয়ের শুদ্ধাচার চর্চার বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং Standard Operating Procedure (SOP) of Ethics Committee  বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের উপ সচিব  আলোচনা করেন।

এছাড়া ও সেমিনারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা জাতীয় সংসদ সচিবালয়ের শুদ্ধাচার চর্চা বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন।
সেমিনারে বক্তারা সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরকে সততা ও শুদ্ধতা চর্চার মাধ্যমে জনগণের সেবক হিসেবে রাষ্ট্রীয়, সামাজিক,পারিবারিক ও ব্যক্তিগত দায়িত্ব স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে পালন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ