রংপুর রাইডার্সের দেয়া ১৭৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই সাকিবের বোলিং তোপে চাপে পড়েছে ঢাকা ডায়নামাইটস। ইনিংসের তৃতীয় ওভারে জোড়া আঘাত করে রংপুরকে চালকের আসনে আনেন সাকিব। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে ঢাকার দলটি।
শামসুর রহমানকে বোল্ড করার পর নাসির জামসেদকে সৌম্য ক্যাচে পরিণত করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। সাকিবের পর দৃশ্যপটে আসেন আরাফাত সানি। মোসাদ্দেক হোসেনকে সাকিবের ক্যাচে পরিণত করে আউট করেন এই বাঁ হাতি।
মোসাদ্দেকের বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি অধিনায়ক সাঙ্গাকারা। দলের হয়ে ১৮ যোগ করে সানির দ্বিতীয় শিকারে পরিণত হন এই লঙ্কান লিজেন্ড। আউট হবাত আগে ২৮ বলে ২৯ রান করেন তিনি।
এরপর নেদারল্যান্ডের রায়ান টেন ডেসকাটকে সাকিবের তালুবন্দি করেন পেরেরা। ফলে ৬৪ রানে সেরা ৫ উইকেট হারিয়ে দারুণ চাপে পড়ে ঢাকা ডায়নামাইটস। শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকার সংগ্রহ ১৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৫ রান। নাসির হোসেন ৮ রানে ব্যাট করছেন।
এর আগে বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করতে ৬ উইকেট হারিয়ে ১৭৬ করে রংপুর রাইডার্স। দলের পক্ষে ৫১ রান করেন লেন্ডল সিমন্স। এছাড়া মিঠুন ৩৪ এবং পেরেরা ২৭ রান করেন।
ঢাকার পক্ষে ইয়াসির শাহ এবং মুস্তাফিজুর রহমান ২টি করে উইকেট নেন যথাক্রমে ২৪ ও ৩৮ রানে। এছাড়া মোশারফ এবং রাজু ১টি করে উইকেট পান।