অর্থ চুরি : সাবেক স্ত্রীর সাথে আপোষ হয়নি ম্যারাডোনার

অর্থ চুরি : সাবেক স্ত্রীর সাথে আপোষ হয়নি ম্যারাডোনার

ফুটবল ঈশ্বর খ্যাত আর্জেন্টিনার কিংবদন্তী দিয়াগো ম্যারাডোনার ৬ মিলিয়ন মার্কিন ডলার চুরি যাওয়া নিয়ে সাবেক স্ত্রীর সঙ্গে আপোষ রফা বিষয়ে বৈঠকটি ব্যর্থ হয়েছে। ম্যারাডোনার দাবি সাবেক স্ত্রী ক্লদিয়া ভিলাফ্যান তার ওই অর্থ চুরি করেছেন। asdasndsaমীমাংসা না হওয়ায় বিষয়টি এখন আদালতে গড়াতে পারে। ভিলাফ্যানের আইনজীবি ফার্নান্দো বার্লান্ডো সাংবাদিকদের জানান, আপোষ রফার বিষয়টি শেষ হয়ে গেছে। এখন দেখা যাক ম্যারাডোনা এবং তার আইনজীবী কি করেন। এ মামলাটি হয়তো এখন আদালতে গড়াবে। সেটা এখানেওহতে পারে নতুবা যুক্তরাষ্ট্রে। দুবাইয়ের ক্রীড়া দূত হিসেবে কার্যক্রম পরিচালনার জন্য ম্যারাডোনা বড় একটি ফান্ড পেয়েছেন। সেখান থেকে কিছু অর্থ তিনি যুক্তরাস্ট্রে বিনিয়োগ করেছেন।
৫৪ বছর বয়সী ম্যারাডোনা দাবি করেছেন যে আর্জেন্টিনা এবং তার বিদেশী ব্যাংক একাউন্ট থেকে ওই অর্থ লোপাট হওয়ার বিষয়টি তিনি জানতে পেরেছেন। ভিলাফ্যান ম্যারাডোনার দুই কন্যা ডালমা ও ডিয়ানিনার মা। ৫৩ বছর বয়সি ওই মহিলা ম্যারাডোনার সাথে বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন। পাশাপাশি সাবেক স্বামীর ধন সম্পদ যাতে তার মেয়েদের কাছেই থাকে সে বিষয়ে তিনি স্বামীকে বুঝানোর চেস্টা করছেন। ওই ২ মেয়ে তাদের মায়ের সাথে রয়েছে।

Featured খেলাধূলা