ডিএসই: আধঘণ্টায় সূচক কমেছে ১৮৩ পয়েন্ট

ডিএসই: আধঘণ্টায় সূচক কমেছে ১৮৩ পয়েন্ট

ঈদের ছুটির পর লেনদেন শুরুর দ্বিতীয় দিনও নিম্নমুখী রয়েছে দেশের পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম অধা ঘণ্টায় সাধারণ সূচক কমেছে ১৮৩ পয়েন্ট। সাধারণ সূচক নেমে এসেছে চার হাজারের নিচে। এই মুহূর্তে অবস্থান করছে চার হাজার ৮৫৯ পয়েন্টে।

দর হারিয়েছে অধিকাংশ ইস্যু (ইউনিট ও মিউচ্যুয়াল ফান্ড) । এখন পর্যন্ত লেনদেন হওয়া ২২১টি ইস্যুর মধ্যে দর কমেছে ২১৫টির। অন্যদিকে বেড়েছে পাঁচটির আর অপরিবর্তিত রয়েছে একটির। লেনদেন হয়েছে ৬০ কোটি টাকা।

প্রথম আধঘণ্টার লেনদেনে শীর্ষে রয়েছে- বেক্সিমকো, ন্যাশনাল ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, গ্রামীণফোন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সিটি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, সামিট পাওয়ার, তিতাস গ্যাস ও ওয়ান ব্যাংক।

অর্থ বাণিজ্য