‘খালেদা জিয়ার আন্দোলন বিশ্বব্যাপী সন্ত্রাসের অংশ’

‘খালেদা জিয়ার আন্দোলন বিশ্বব্যাপী সন্ত্রাসের অংশ’

asrafঅবরোধের মধ্যে নাশকতার ঘটনাকে বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় উগ্রবাদীদের চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
বুধবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে চলমান সহিংসতা বন্ধের দাবিতে মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত ট্রাক র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
সৈয়দ আশরাফ বলেন, ‘এখন যে রাজনৈতিক পরিস্থিতি চলছে তা উপলব্ধি করতে হবে। আজ ঢাকার মাটিতে যে রক্ত ঝরছে, একই রকম রক্ত ঝরছে প্যারিস, লিবিয়া, ডেনমার্ক ও রাশিয়ায়। বিশ্বের বিভিন্ন দেশে যে তাণ্ডব তারা চালিয়ে যাচ্ছে, বাংলাদেশ তারই একটা অংশ।’
সারা বিশ্বে আল-কায়েদা ও আইএস জঙ্গিরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে- উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘খালেদা জিয়া তাদের থেকে ব্যতিক্রম নয়। আমাদের আলবদর-রাজাকার বিএনপিও তাদেরই অংশ। খালেদা জিয়ার আন্দোলন নির্বাচন বা তত্ত্বাবধায়ক সরকারের জন্য নয়, বিশ্বব্যাপী সন্ত্রাসের অংশ।’
সৈয়দ আশরাফ বলেন, ‘বাংলাদেশে যে সন্ত্রাস চলছে তা সারা বিশ্বব্যাপী চলমান সন্ত্রাসের অংশ। আমরা আজ যে যুদ্ধ করছি সে যুদ্ধ শুধু বাংলাদেশের একার নয়, সারা বিশ্বের গণতান্ত্রিক শক্তি আমাদের সাথে রয়েছে। এই যুদ্ধে আমাদের জয়ী হতেই হবে, না হলে মানুষের সভ্যতা থাকবে না।’
আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় প্রতিহত হবে- জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমরা একা নই। এই যুদ্ধে সারা বিশ্ব আমাদের সাথে আছে।’
মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে নাশকতাকারীদের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলারও প্রত্যয় জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
মুক্তিযুদ্ধ সংসদের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজ্জামেল হক এবং জাসদ নেত্রী শিরিন আক্তার এমপি প্রমুখ বক্তব্য দেন।
উল্লেখ্য, দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন গত ৫ জানুয়ারি ঢাকায় সমাবেশ করতে না পেরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সারাদেশে লাগাতার অবরোধ ডাকেন। এরপর অবরোধের মধ্যেও দফায় দফায় হরতাল করছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। অবরোধ-হরতাল চলাকালে গত দেড় মাসে পেট্রোলবোমা ও ককটেল হামলায় সারাদেশে নিহত হয়েছেন অন্তত ৫৫ জন।
রাজনীতি