বিএসএফ’র হাতে আটক বাংলাদেশের কলেজছাত্রী

বিএসএফ’র হাতে আটক বাংলাদেশের কলেজছাত্রী

bsfভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ঢুকতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর হাতে ধরা পড়ল বাংলাদেশের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী৷ ওই ছাত্রীর বয়স বছর কুড়ি।

শনিবার রাতে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের হিলি সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশ যাওয়ার সময় ধরা পড়ে বছর কুড়ির ওই বংলাদেশী তরুণী৷

এরপর মেয়েটিকে পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ৷ পুলিশ সূত্রে জানা গেছে, মেয়েটির নাম রোহিণী তবাসুম৷ বাবার নাম নূর মহম্মদ৷ বাংলাদেশের নবাবগঞ্জ জেলার সাহেবগঞ্জ থানা এলাকার বাসিন্দা সে৷

তবে পুলিশি জেরায় কখনও রোহিণী জানিয়েছে, কলকাতায় তার এক বান্ধবীর ফোন পেয়ে সে এখানে চলে আসে৷ আবার কখনও সে বলেছে, বাবা-মার বকাবকির কারণে সে বাড়ি ছেড়েছে৷ তরুণীর এই অসংলগ্ন বক্তব্যকে কেন্দ্র করে রহস্য ঘনীভূত হয়েছে৷ তার থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ৷ যদিও মোবাইল ফোনের কললিস্ট থেকে সমস্ত কল ডিলিট করা৷ গোটা ঘটনার তদন্তে নেমেছে হিলি থানার পুলিশ৷

বাংলাদেশ