অর্থ নয়, ডাক্তারদের সেবার দিকে মনযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন ১১টি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, খুব শিগগিরই দেশের সবগুলো বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, “আমাদের দেশের ১৬ কোটি মানুষের তুলনায় ডাক্তারের সংখ্যা অত্যন্ত সীমিত, আর এই কারণেই একজন ডাক্তারের ওপর অনেক বেশি চাপ পড়ে, তাই দেশে ডাক্তারের সংখ্যা বাড়ানোর জন্য প্রয়োজন অনেক বেশি মেডিকেল কলেজ।”
চট্টগ্রাম এবং রাজশাহীতে আরো দুটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “পর্যায়ক্রমে দেশের প্রতিটি বিভাগীয় শহরে মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হবে।”
এ সময় প্রধানমন্ত্রী তার বক্তব্যে মেডিকেল কলেজগুলোর মান ঠিক রাখতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানান।