আগামী রোববার অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগা ম্যাচের পর বার্সেলোনা কোচ লুইস এনরিককে বহিষ্কার করা হবে বলে মেসিকে নিশ্চিত করেছেন ক্লাবটির সভাপতি জোসেফ বার্তোমিউ। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির পছন্দের কোচ ফ্রাঙ্ক রাইকার্ডকে এনরিকের স্থলাভিষিক্ত করা হবে বলে স্প্যানিশ গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে গোল ডটকম।
স্প্যানিশ টিভি-৩ জানিয়েছে, এই বিষয়ে শুক্রবার মেসির সঙ্গে বার্সা প্রেসিডেন্ডের বৈঠক হয়েছে। বৈঠকে বার্তোমিউ এনরিককে বহিষ্কারের পরিকল্পনা সম্পর্কে মেসিকে অবহিত। এ সময় মেসি কোচ পদে ফ্রাঙ্ক রাইকার্ডকে বসানোর আবেদন জানান, যার হাত ধরে ২০০৪ সালে কাতালান ক্লাবে মেসির অভিষেক হয়েছিল।
ইদানিং ক্লাব ও মেসির সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছিল না এনরিকের। মাঠের ফলাফলও কিছুটা খারাপ ছিল। তবে বৃহস্পতিবার কোপা ডেল রে ম্যাচে এলচের বিপক্ষে বার্সা ৫-০ ব্যবধানের বড় জয় পেলে ধারণা করা হয়েছিল সব কিছু ঠিক হয়ে যাবে। তবে শুক্রবার মেসি-বার্তোমিউ বৈঠকের ফলে এনরিকের বহিষ্কারই দেখতে পাচ্ছেন সবাই।
গত সপ্তাহে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মেসিকে প্রথম একাদশে রাখেননি বার্সা কোচ। সে থেকেই মেসির সঙ্গে ঝামেলা বেড়ে যায় এনরিকের। সেই ম্যাচে ১-০ গোলে হেরে লা লিগার পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়েছে কাতালানরা।
বিভিন্ন সমস্যা চলছে বার্সেলোনায়। এর মেসি-এনরিক দ্বন্দ্ব ছাড়াও রয়েছে কার্লোস পুয়োলের ক্লাবের পদ ছেড়ে দেয়া, আগামী মৌসুম পর্যয়ন্ত খেলোয়াড় ক্রয়ে বার্সার ওপর নিষেধাজ্ঞা, বাজে ফলাফল ইত্যাদি। ফলে দুর্দিনই হয়তো অপেক্ষা করছে কাতালান ক্লাবটির জন্য।