দেশে মানুষের জানমালের নিরাপত্তা নেই : এরশাদ

দেশে মানুষের জানমালের নিরাপত্তা নেই : এরশাদ

ershaddজাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের মানুষের স্বাভাবিক মৃত্যুর গেরান্টি নেই। মানুষের জানমালের নিরাপত্তা নেই। বাসা থেকে বের হয়ে আবার ফিরে আসবে তারও নিশ্চয়তা নেই।

সোমবার দুপুরে এরাশের বনানী কার্যালয়ে পার্টির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে পড়েতে এসে শিক্ষার্থীরা লাশ হয়ে বাড়ি ফিরছে। এখন যে অবস্থা চলছে তার পরিবর্তন ও শান্তি চায় দেশের মানুষ। জাতীয় পার্টি শান্তির রাজনীতি করে। সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে কিন্তু তা প্রতিরোধে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
জাপার প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতির সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্টির মহা সচিব জিয়া উদ্দিন বাবলু, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ও প্রেসিডিয়াম সদস্য এস এম হান্নান প্রমুখ।

রাজনীতি