দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শহিন আফ্রিদির পাকিস্তান। দুবাইয়ে একই মাঠে পরের দিনই সিরিজের শেষ ম্যাচ খেলবে দল দুটি।
সদ্য-প্রয়াত অজি ব্যাটসম্যান ফিল হিউজকে টি-টোয়েন্টি সিরিজ উৎসর্গ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড।
কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টির পরিসংখ্যান কথা বলছে পাকিস্তানের পক্ষে। দুইদলের নয় বারের দেখায় ছয়টি জয়ের বিপরীতে পাকিস্তান হারের তিক্ততা পেয়েছে তিনটি ম্যাচে।
পাকিস্তানের পক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি আজমলের জায়গায় ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ওমর গুল।
এছাড়াও দলে ফিরেছেন পেসার মোহাম্মদ ইরফান। অধিনায়ক আফ্রিদিকে স্পিন আক্রমণে সাহায্য করবেন হাসান রাজা।
অন্যদিকে কেন উইলিয়ামসনের অনুপ্রেরণা দেবে রস টেইলর, অ্যাডাম মিলনে, ডেভচিচ, কাইল মিলস ও নাথান ম্যাককালামের দলে ফেরা। তবে, ধুমধাড়াক্কার এই ফরম্যাটে বিশ্রাম দেয়া হয়েছে নিয়মিত অধিনায়ক ব্যান্ডান ম্যাককালাম, টিম সাউদি ও ট্রেন্ট বোল্টকে। -ওয়েবসাইট