পাঁচ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

পাঁচ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

bsf28সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লালঘাট সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া পাঁচ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ।

বুধবার রাতে দিকে পতাকা বৈঠক শেষে আটকদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

হস্তান্তর করা বাংলাদেশিরা হলেন- তাহিরপুর উপজেলার উত্তর ইউনিয়নের সীমানা সংগগ্ন লালঘাট গ্রামের আব্দুর রহিমের ছেলে শহিদুল্লাহ, একই গ্রামের উনুর উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম, রিয়াজ উদ্দিনের ছেলে রিথন মিয়া, আব্দুর রশিদের ছেলে দীন ইসলাম এবং হাদিস মিয়ার ছেলে শহীদ মিয়া।

সুনামগঞ্জ-৮ বিজিবির বালিয়াঘাটা বিওপির হাবিলদার রেনা মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে অন্তবর্তী সীমানা পিলার ১১৯৬ এর ৪-এস লালঘাট এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।

বাংলাদেশ