জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬৫ রানের লিড নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার সকালে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টেস্টের চতুর্থ দিন ৩৬৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।
মাসাকাদজা ও ওয়ালারকে আউট করে ৫ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। অন্যদিকে ক্যরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করেছেন আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান রেগিস চাকাভা।
সকালে তৃতীয় দিনের ৫ উইকেটে ৩৩১ রান নিয়ে খেলতে নেমে শুরুতেই তোপের মুখে পড়ে জিম্বাবুয়ে।
দলীয় ৩৩৬ রানে অপরাজিত সেঞ্চুরিয়ান হ্যামিলটন মাসাকাদজা আউট হলে দ্রুতই বদলে যায় জিম্বাবুয়ের ব্যাটিং। আগের দিনের ১৫৪ রানের সঙ্গে মাত্র ৪ রান যোগ করেই সাকিবের বলে বোল্ড হয়ে ফিরে যান মাসাকাদজা।
মাসাকাদজার পর জিম্বাবুয়ের ৩৫০ রানে ম্যালকম ওয়ালারকে মুশফিকুর রহিমের কাছে ক্যাচ দিতে বাধ্য করে আবারো উইকেটের আনন্দে ভেসেছেন সাকিব।
১২৪তম ওভারের দ্বিতীয় বলে রুবেলের ফিরতি ক্যাচে চাতারা ফিরে যাওয়ার ৩ বলের মাথায় এমশাংগুই আউট হন।
প্রসঙ্গত, মিরপুর টেস্ট জিতে ৩ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।