জামায়াতের ডাকা তৃতীয় দফা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে বগুড়ায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মিছিল বের করলে তাদের উপর কয়েক রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে পুলিশ।
বুধবার সকাল ৭টার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা শহরের শেরপুর রোডের পিটিআই মোড়ে বিক্ষোভ মিছিল বের করলে এ ঘটনা ঘটে।
জানা যায়, হরতাল সমর্থনে তারা টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে। এসময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থকরা। পরে জেলার বিভিন্ন স্থান থেকে ১১ জনকে আটক করে পুলিশ।
শিবিরের শহর সভাপতি আলাউদ্দিন সোহেলর নেতৃত্বে হরতালের সমর্থনে শহরের খান্দারে মিছিল করেছে ছাত্রশিবির। এছাড়া জামায়াতের উদ্যোগে সাবগ্রাম এবং ঝোপগাড়ী এলাকায় মিছিল হয়েছে।
রিকশা ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ আছে। দোকানপাট খোলেনি। নাশকতা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ র্যাবের পাশাপাশি বিজিবি সদস্যরা মহাসড়কে টহল দিচ্ছে।
পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) উজ্জল কুমার রায় জানান, বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের ১১ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।