এফবিসিসিআইয়ের সভাপতি সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার প্রকাশক একে আজাদের ছোট ভাই নুরুল ইসলাম রিফাত হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন দণ্ডাদেশ বহাল রেখে একজনকে খালাস দিয়েছে আপিল বিভাগ।
বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন শামছু হাবিব বিদ্যুৎ, রুমান কার্জন, মানিক ও রাসেল কবীর। আর ওমর ফারুক রাসেলকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।
আদালতে আসামি ওমর ফারুকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
১৯৯৭ সালের ১৭ জানুয়ারি রোজার মাসে ইফতার করানোর কথা বলে রিফাতকে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরদিন মহাখালীর একটি হোটেলের পেছনে রেললাইনে তার লাশ পাওয়া যায়।
এ ঘটনায় পরদিন ১৮ জানুয়ারি নিহতের ভাই হামীম গ্রুপের পরিচালক মো. ইসমাইল হোসেন ক্যান্টনমেন্ট থানায় আটজনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় পরের বছরের ৭ জানুয়ারি আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
২০০৭ সালের ২১ জুন বিচারিক আদালত আটজনের যাবজ্জীবন দণ্ড দিয়ে রায় দেন।
এ রায়ের বিরুদ্ধে আপিলের পর ২০১০ সালের ১০ নভেম্বর হাইকোর্ট পাঁচজনের সাজা বহাল রেখে তিন জনকে খালাস দেন। খালাসপ্রাপ্তরা হলেন, সরফরাজ, তাজউদ্দীন ও সেলিম খান।
এরপর হাইকোর্টে সাজাপ্রাপ্তরা আপিল করলে একজনকে খালাস দিয়ে চারজনকে যাবজ্জীবন সাজা দেয় আপিল বিভাগ।