আন্দোলনে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ১২৯ শিক্ষার্থী

আন্দোলনে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ১২৯ শিক্ষার্থী

চাঁদপুরের হাজীগঞ্জে ডিগ্রি কলেজের প্রথম বর্ষে নির্দিষ্ট আসনের অতিরিক্ত ১২৯’ শিক্ষার্থী ভর্তি করেছে কলেজ কর্তৃপক্ষ। আর শিক্ষাবোর্ড অনুমতি না দেয়ায় এদের ভবিষ্যৎ শিক্ষা জীবন অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীরা হাজীগঞ্জ-রামগঞ্জ সড়ক অবরোধসহ বিক্ষোভ মিছিল করেছে। এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. নেয়ামুল করিম অতিরিক্ত শিক্ষার্থীদের দায়িত্ব নিবে না বলে জানিয়েছেন।image_97715_0

আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী রাশেদ বলেন,‘ দুই মাস ধরে আমাদের ভর্তি অনুমোদন হচ্ছে বলে কলেজ কর্তৃপক্ষ টালবাহানা করেছে।

ব্যবসা শিক্ষা শাখার জয় রায় বলেন, মতলব থেকে এসে ভর্তি হয়েছি হাজীগঞ্জ ডিগ্রি কলেজে। আর এখন বলছে হাজীগঞ্জ পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজে ভর্তি স্থানান্তর করা হয়েছে। ওই কলেজ কর্তৃপক্ষ বলেছে ডিগ্রি কলেজে ব্যাচ খুলে আসতে হবে। আমরা এই কলেজেই পড়বো।’

শিক্ষার্থী ওমর ফারুক বলেন, ‘আমরা সঠিক সময় ভর্তি হয়েছি, এখন রেজিস্ট্রেশন হয়নি কেন?’ শিক্ষার্থী সানজিদা অভিভাবক কাউছার হোসেন বলেন, নির্দিষ্ট  সময়ে ভর্তি করিয়েছি, এখন ওয়েটিংয়ে কেন?’

হাজীগঞ্জ ডিগ্রি কলেজ সূত্রে জানা গেছে, চলতি বছরে অতিরিক্ত ৪২০ শিক্ষার্থীকে ভর্তির অনুমোদন দিয়েছে। এখন মোট অনুমোদনকৃত শিক্ষার্থী সংখ্যা ৮৭০ জন। এখন পর্যন্ত ১২৯ জন শিক্ষার্থী ভর্তির অনুমতি মেলেনি।

কলেজের ইংরেজি প্রভাষক স্বপন কুমার বলেন,‘ বোর্ড থেকে অন্য যেকোনো প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশন নিতে মৌখিকভাবে নির্দেশনা দেয়া হয়েছে। ইতিমধ্যে হাজীগঞ্জ পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজে ১২৯ শিক্ষার্থী ভর্তি নিয়ে প্রক্রিয়াধীন রয়েছে।’

তিনি আরো জানান, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসকের সুপারিশ থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ এই শিক্ষার্থীদের অনুমোদন দেয়নি। গত বছর অনলাইনে যা ছিল, তা অনুমোদন দিয়েছে। কিন্তু এবার অনুমোদন দিচ্ছে না। উল্লেখ্য, গত ২২ জুলাই কলেজে ভর্তির স্বাভাবিক নিয়ম শেষ হয়েছে।

জেলা সংবাদ