গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিস্ক্রিয়তার সমালোচনা করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আমি বিশ্বাস করি – যদি মার্কিন যুক্তরাষ্ট্র চায়, তবে দুই ঘন্টার মধ্যে গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধ করা সম্ভব। তিনি বলেন, গাজাতে এখন ইসরাইলিরা গণহত্যা চালাচ্ছে যেমন ১৯৭১ সালে তত্কালীন পাকিস্তানি শাসক ও তাদের দোসর রাজাকার-আলবদররা আমেরিকার মদদে বাংলাদেশে গণহত্যা চালিয়েছিল। গতকাল রবিবার বিকেলে জাসদ কার্যালয়ে ‘সম্মিলিত পরিষদ’ আয়োজিত ‘গাজায় গণহত্যা এবং রাজনীতিতে বিদেশী হস্তক্ষেপ বন্ধ কর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের জনগণ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দৃঢ় বন্ধুত্ব চায়। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে কোন বিদেশি হস্তক্ষেপ দেশের জনগণ মেনে নেবে না। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি গণতন্ত্রে বিশ্বাস করে, তবে তারা বিএনপি নেত্রীকে জঙ্গিবাদ-যুদ্ধাপরাধী-নাশকতার সঙ্গ ত্যাগ করার পরামর্শ দেবে। জঙ্গিবাদ-সামপ্রদায়িকতার পক্ষে ওকালতি করবে না। বাংলাদেশের রাজনীতিকদের বিদেশি রাষ্ট্রদূতদের কাছে ধর্ণা দিয়ে অপমানিত না হবার পরামর্শ দেন তিনি।
সম্মিলিত পরিষদের সভাপতি মীর হোসেন আকতারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য নূরুল আখতার, শফিউদ্দিন মোল্লা, যুব জোটের সভাপতি রোকনুজ্জামান প্রমুখ।