জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরাইলের নৃশংস হামলা মারাত্মক অপরাধ। এটা নৈতিকতা বিবর্জিত কাজ। এতে বিশ্বজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইসরাইলের এমন বর্বর হামলার নিন্দা জানিয়ে এসব কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। তিনি আরও বলেছেন, এমন কর্মকা- আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন। ওদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন পসাকি বলেছেন, এমন বোমা হামলা ভয়াবহ, ভীতিকর। গতকাল ইসরাইল জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে এই হামলা চালায়। গাজায় এই স্কুলে আশ্রয় নিয়েছিলেন হাজারের বেশি মানুষ। যখন মিশরে একটি শান্তিচুক্তির উদ্যোগ নিয়ে কাজ হচ্ছে তখন ইসরাইল জঘন্যতম ওই হামলা চালায়। এতে ৫ লাখের বেশি মানুষ গৃহহীন হয়েছেন। চিকিৎসা সরঞ্জাম ফুরিয়ে গেছে। মর্গে আর লাশ রাখার জায়গা নেই। এ এক ভয়াবহ মানবিক বিপর্যয়। এ বিষয়ে সতর্কতা উচ্চারণ করেছে জাতিসংঘ। ওদিকে আজ সাত ঘন্টার জন্য মানবিক কারণে যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইসরাইল। ব্রিগেডিয়ার জেনারেল ইয়োয়াভ মরদেচাই বলেছেন, আজ স্থানীয় সময় সকাল ১০ টা থেকে ৭ ঘন্টার জন্য রাফা বাদে গাজার সর্বত্র যুদ্ধবিরতি কার্যকর থাকবে। তারা এ যুদ্ধবিরতি ঘোষণা করেছে আগের দিন জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে নির্মম বোমা হামলার পরের দিন। একদিকে চরমভাবে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। তেমনি যুদ্ধবিরতি দিয়ে দেখাতে চাইছে তাদের মধ্যেও আছে মানবিকতা। এটা শুধু বিশ্ববাসীকে দেখানোর জন্য। গাজা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের ক্রিস গানেস বলেছেন, গাজা ভেঙে পড়েছে। গতকালের হামলাকে জাতিসংঘের মহাসচিব বান কি মুন আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, এই মাতলামি অবশ্যই বন্ধ করতে হবে।