নেপালে বিপুল ইউরেনিয়াম ভাণ্ডারের সন্ধান

নেপালে বিপুল ইউরেনিয়াম ভাণ্ডারের সন্ধান

হিমালয়ের কোলে বিপুল ইউরেনিয়াম ভাণ্ডারের হদিশ পেলেন গবেষকরা। নেপালের মুস্তাং অঞ্চলের উত্তরাংশে চিন সীমান্ত লাগোয়া একটি এলাকা থেকে এই তেজস্ক্রিয় খনিজের সন্ধান পাওয়া গিয়েছে। এই এলাকার ভূগর্ভে বিপুল ইউরেনিয়াম মজুত আছে বলে গবেষকদের প্রাথমিক অনুমান।image_85846_0

তেজষ্কিয় পদার্থের খবর পাওয়ার পরে দিন কয়েক আগেই দুর্গম ওই পাহাড়ি এলাকায় সমীক্ষা চালান খনি ও ভূতত্ত্ব বিভাগের গবেষকরা। সমীক্ষায় বিপুল পরিমাণে তেজষ্কিয় পদার্থ পাওয়া গিয়েছে বলে বিভাগীয় মহানির্দেশক সর্বজিত প্রসাদ মাহাতো জানিয়েছেন। পাহাড়ি এই দুর্গম এলাকাটিতে ইউরেনিয়ামের ভাণ্ডার লুকিয়ে আছে বলে তার অভিমত। যদিও এই ইউরেনিয়ামের মান নিয়ে নিশ্চিত নন গবেষকরা। কারণ এর আগে কাঠমান্ডু এলাকা থেকেও ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গিয়েছিল। কিন্তু সেগুলি খুবই নিম্নমানের হওয়ায় বাণিজ্যিক ভাবে কাজে লাগানো যায়নি।– ওয়েবসাইট।

আন্তর্জাতিক