পুলিশ-প্রশাসনের নজর এড়িয়ে বেআইনিভাবে প্রাইভেট টিউশন করার অভিযোগে তিন ভারতীয় শিক্ষককে গ্রেফতার করল রিয়াদ পুলিশ। ধৃত ভারতীয়রা শহরের নামজাদা ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান স্কুলের শিক্ষক। তাদের দেশে ফেরৎ পাঠানোর উদ্যোগ শুরু হয়েছে।
সৌদি আরবে প্রাইভেট টিউশন নিষিদ্ধ। তবুও অভিযুক্ত ওই তিন ভারতীয় শিক্ষক পুলিশের নজর এড়িয়ে দীর্ঘদিন থেকে প্রাইভেট টিউশন করছিলেন বলে অভিযোগ। বিশেষ সূত্রে খবর পেয়ে সোমবার সকালে পুলিশের একটি দল এক শিক্ষকের বাড়িতে হানা দেয়। সেই সময় অভিযুক্ত শিক্ষকরা একদল ছাত্র-ছাত্রীকে পড়াচ্ছিলেন। এর পরই আইন লঙ্ঘনের অভিযোগে তিন ভারতীয় শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার স্থানীয় এক সংবাদপত্রে এই খবর প্রকাশিত হয়েছে।– ওয়েবসাইট।