তামিলদের সঙ্গে যুদ্ধ-পরবর্তী মিটমাট জোরদারের জন্য দেশটিকে আহ্বান জানানোয় শত-শত কর্মী মঙ্গলবার (১০ জুন) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিক্ষোভ করেছে।
সরকার-সমর্থক বিক্ষোভকারীরা কলম্বোর ভারতীয় দূতাবাসের বাইরে “মোদি, বোকামি কোরো না” লেখা প্লাকার্ড নেড়ে শ্রীলংকার অভ্যান্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য তাকে অভিযুক্ত করে।
প্রেসিডেন্ট রাজাপাকসা’র জোটের অংশীদার ন্যাশনাল ফ্রিডম ফ্রন্টের নেতৃত্বে কর্মীরা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়ারামকেও নিশানা করে।
বিক্ষোভকারীরা মোদিকে গৃহ-যুদ্ধের সময় তার ভাষায় সংঘঠিত ‘গণহত্যা’র তদন্তের আহ্বানকারী জয়ারামের একটি ছবি পুড়িয়ে দেয়। সূত্র: এএফপি