আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিএনপি উর্দি পরে বাজেট পেশ করেছে। সুতরাং বাজেট নিয়ে সমালোচনা করার অধিকার বিএনপির নেই। তাদের মুখে এ সমালোচনা মানায় না।
শনিবার সকালে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই বাজেট বাংলাদেশের অর্থনীতিতে উন্নয়নের ধারা সৃষ্টি করবে। বাজেট নিয়ে কারো সমালোচনা করার সুযোগ নেই। বাজেট গণমুখী ও সময়োপযোগী হয়েছে বলেও দাবি করেন তিনি।
এর আগে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও জাতীয় সংসদ উপনেতা সৈয়দ সাজেদা চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।
এরপর একে একে আওয়ামী লীগের সহযোগী সংগঠন, অঙ্গসংগঠনসহ বিভিন্ন সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করে।