অপহরণের ঘটনায় ছাত্রলীগের ৫ নেতাকর্মী কারাগারে

satroligব্যবসায়ী অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই ঘটনায় আরেক আসামি আরফান পাটোয়ারীকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শনিবার বিকেলে ঢাকা মহানগর হাকিম সিগ্ধা রানী চক্রবর্তী এ আদেশ দেন।

এর আগে বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল কুমার মহন্ত ওই ছয়জনকে হাজির করেন। তিনি আসামি আরফান পাটোয়ারির বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন এবং অপর পাঁচ আসামিকে জেল-হাজতে প্রেরণের আবেদন করেন।

অপরদিকে আসামি পক্ষের আইনজীবী রিমান্ডের আবেদন নাকচ চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক পাঁচজনের জামিন আবেদন নাকচ করেন এবং আরফানকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

জামিন নাকচ হওয়া আসামিরা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-ক্রীড়া সম্পাদক সৃজন ঘোষ সজীব, ঢাকা বিশ্ববিদ্যালয় মুহসীন হল কমিটির ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মো. মামুন, জগন্নাথ হল কমিটির সহ-সভাপতি অনুপম চন্দ্র, জসীম উদ্দিন হল কমিটির সাবেক সভাপতি বাপ্পি ও ছাত্রলীগকর্মী হিমেল।

এ ছাড়া এদিন মামলার ভিকটিম ফরহাদ ইসলাম মহানগর হাকিম সিগ্ধা রানী চক্রবতীর আদালতে অপহরণের ঘটনায় জবানবন্দি দেন।

প্রসঙ্গত, গত শুক্রবার ব্যবসায়ী ফরহাদ ইসলামকে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের পাঁচ নেতাসহ ছয়জনকে আটক করে পুলিশ। অপহৃত ফরহাদ ইসলামকে ঢাবির জগন্নাথ হল থেকে উদ্ধার করা হয়।

অন্যান্য রাজনীতি