বিদেশে বসবাসরত বাংলাদেশীরা গত মাসে ১২৩ কোটি ২৪ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন।
সোমবার কেন্দ্রীয় ব্যাংকের এক পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০১৩-১৪ অর্থবছরের দশ মাসে (জুলাই-এপ্রিল) প্রবাসীরা মোট এক হাজার ১৭২ কোটি ৭১ লাখ ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল এক হাজার ২৩১ কোটি ৫৭ লাখ ডলার।
সূত্র জানায়, এপ্রিল মাসে বেসরকারী ইসলামী ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি ৩১ কোটি ১৬ লাখ ডলার রেমিটেন্স এসেছে। এ ছাড়া, অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ৬৪ লাখ ডলার এবং সোনালী ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ৬২ লাখ ডলার রেমিটেন্স এসেছে।
উল্লেখ্য, চলতি ২০১৩-১৪ অর্থবছরের শুরুতে রেমিটেন্স প্রবাহ কিছুটা কম থাকলেও পরবর্তীতে বেড়েছে।
গত ২০১২-১৩ অর্থবছরে দেশে সর্বোচ্চ এক হাজার ৪৪৬ কোটি ডলারের রেমিটেন্স আসে।